বৈশাখে আহমেদ চপলের উড়ু উড়ু মন
গানের মানুষ, প্রাণের মানুষ। সঙ্গীতের সাথে কাটিয়েছেন জীবনের অনেকটা সময়। তিনি বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আহমেদ চপল। তার অসাধারণ সংগীতের মায়ায় শ্রোতাদের মনে ঠাঁই পেয়েছেন আরো আগেই। তারই ধারাবাহিকতায় এবারের পহেলা বৈশাখে ভিন্ন কিছু সুর ও সঙ্গীতায়োজন নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের কাছে। বৈশাখে বাজারে আসছে ‘উড়ু উড়ু মন’ চলচ্চিত্রের গানের অ্যালবাম। এ অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ চপল।
পাশাপাশি কণ্ঠ দিয়েছেন দুটি গানে। নিজের অ্যালবাম নিয়ে তিনি বলেন, ‘সবসময়ই চেষ্টা করি ভালো এবং নতুন কিছু দেবার, আশা করি অ্যালবামটি সবার ভালো লাগবে। সবাই সিডি কিনে গান শুনুন, বাংলা গানকে বাঁচিয়ে রাখুন।’ আহমেদ চপল ছোটবেলা থেকেই গান ভালোবাসতেন। স্বপ্ন দেখতেন গানের ভুবনে প্রতিষ্ঠা পাবার। আহমেদ চপল তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন গায়ত হিসেবেই। তবে সময়ের পালাবদলে আজ তিনি ব্যস্ততম সঙ্গীত পরিচালক।
তার সঙ্গীতায়োজনে ২০১০ সালে বাজারে প্রথম প্রকাশ পায় মিশ্র অ্যালবাম ‘প্রার্থনা’। তারপর চপলের সঙ্গীত পরিচালনায় ‘হাসির মিশ্র’ নামের অ্যালবামটিও বেশ প্রশংসিত হয়। এ বছরেই ভালোবাসা দিবসে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয়েছে আহমেদ চপলের আয়োজনে আলোচিত মিক্সড অ্যালবাম ‘একে একে দুই’। বর্তমানে তিনি প্রাণ-আরএঅএল’র ‘জাগো এফএম রেডিও’র সহকারী মিউজিক ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্যস্ত আছেনে বেশ কিছু চলচ্চিত্রের গানের কাজ নিয়ে। সেইসাথে সঙর-সঙ্গীত করছেন কিছু মিক্সড অ্যালবামের জন্যও। গানের এই প্রিয় মানুষটির জন্য শুভকামনা। গান তাকে তারই মতো করে ভালোবাসুক।
এলএ/আরআইপি