স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাবিলা নূর


প্রকাশিত: ১১:১১ এএম, ০৮ জানুয়ারি ২০১৭
ছবি তুলেছেন আরিফ আহমেদ

নাটক-বিজ্ঞাপনে জুড়ি নেই সাবিলা নূরের। নানামাত্রিক চরিত্র দর্শকদের উপহার দিয়ে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এই অভিনেত্রী জানালেন নতুন খবর। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

এর নাম ‘টয় অপারেশন থিয়েটার’। স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য এবং পরিচালনা করবেন তামহিদুল ইসলাম নাফি। আগামী ১৫ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সাবিলা নূর জাগো নিউজকে বলেন, ‘শর্টফিল্মে (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) কাজ করার ইচ্ছে একেবারেই ছিল না। কিন্তু স্ক্রিপ্টটা এতো ভালো লেগেছে যে, না করতে পারিনি। তাছাড়া গল্পটা একেবারেই ইউনিক।’

তিনি বলেন, ‘টয় অপারেশন থিয়েটার’ শিশুদের নিয়ে একটি জনসচেতনামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আমি আশা করছি কাজটি খুব ভালো হবে এবং দর্শকরা এর থেকে উপাদেয় একটি মেসেজ পাবেন।’

এদিকে সাবিলা বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এটি এজাজ মুন্নার পরিচালনায় ‘আস্থা’ এবং অন্যটি সাগর জাহানের পরিচালনায় ‘ল্যাম্প পোস্ট’। ‘আস্থা’ নাটকটি প্রচার হচ্ছে এনটিভিতে এবং ‘ল্যাম্প পোস্ট’ শিগগিরই প্রচারে আসবে।

এছাড়া গল্প-চরিত্র বুঝে এক ঘণ্টার নাটকে কাজ করছেন সাবিলা। তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকে কাজের চাপ একেবারেই কমিয়ে দিয়েছি। কারণ এখানে বেশি সময় দিতে হয়। আর নতুন সিদ্ধান্ত নিয়েছি, আগে যেসব চরিত্রে কাজ করেছি, এখন থেকে আর সেসব চরিত্রে কাজ করবো না। মানে চরিত্র নির্বাচনে ভীষণ চুজি হয়েছি।’  

এনই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।