গোয়ায় অবকাশে খোলামেলা বিপাশা (ভিডিও)
দিলখুশ মেজাজে সময় কাটাচ্ছেন বলিউডের আবেদনময়ী নায়িকা বিপাশা বসু। বাঙালী এই বলিউডি এখন ভারতের আরেক প্রদেশ গোয়ায় অবকাশ যাপন করছেন।
বিকিনি পরা থেকে সাইকেল চালানো- নিজের খেয়ালে, বলিউডের চেনা রুটিনের বাইরে বেরিয়ে বিপাশাকে খুশিই মনে হচ্ছে। ‘অ্যালোন’- থ্রিলারে দু’দুটো বিপাশা বসুকে দেখেছেন দর্শক। তবে এবার একেবারে আলাদা বিপাশা। এখানে তাঁর কলটাইম নেই। শুটিংয়ের কড়া শিডিউল নেই তাই খোলা মনে ঘুরে বেড়াচ্ছেন বিপাশা।
কখনও সেলফি তুলছেন, কখনও হল্টার নেক বিকিনিতে ছবি তুলেছেন, কখনও আবার চুটিয়ে সাইকেল চালাচ্ছেন। আর সেসব ছবি ফ্যানদের দেখিয়েছেন ইনস্টাগ্রামে।
বলিউডে এই সময়টা বোধহয় ছুটিরই মৌসুম চলছে। কয়েকদিন আগেই মলদ্বীপ থেকে ঘুরে এলেন সোনাক্ষী সিনহা। হুমা কুরেশিও সেরে নিয়েছেন তুর্কি ভ্রমণ। এবার ছুটির আঁচে গা সেঁকে গোয়া ঘুরছেন বিপাশা।
তবে বিপাশা কি সেখানেও ‘অ্যালোন’? অন্তত নায়িকার মুড আর ছবির বহর দেখে তো তা মনে হয় না। তাহলে সঙ্গে কে? আপাতত সে বিষয়ে নায়িকা কোনও তথ্য দিতে নারাজ।
এমজেড/আরআই