অভিনয় কমিয়ে পিএইচডি করছেন শিমু


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৬ মার্চ ২০১৫

কিছুদিন যাবৎ নাটকে অভিনয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। তিনি এখন পড়াশোনায় বেশ ব্যস্ত। এমফিল শেষ করে তিনি পিএইচডি করছেন ‘শৈল্পিক ও আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’ এই বিষয়ের ওপর।

অভিনয়ে অনেক সময় দিতে হয়। এর উপর পড়াশোনা করা সত্যিই প্রবল ইচ্ছা শক্তির দরকার।

পড়াশোনা নিয়ে সুমাইয়া শিমু বলেন, আমি পড়াশোনা করতে চেয়েছি বলেই তা সম্ভব হয়েছে। সময় বের করতে পেরেছি। এমফিল শেষ করেছি। পিএইচডি করছি।

শিমু আরো বলেন, এই বিষয় নিয়ে আগে তেমন কেউ কাজ করেনি। আমি অনেক সময় দিচ্ছি আমার বিষয়ের উপর। অনেক বেশি ফিল্ড ওয়ার্ক করতে হচ্ছে। সবার কাছে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছি। এই বিষয়ে ইন্টারনেট বা বইগুলোতে খুব কম তথ্য পাচ্ছি। গবেষণা শেষ করে আবার অভিনয়ে ফিরব। এখন পড়াশোনার বাইরে একদমই সময় বের করতে পারছি না।

গত কয়েক মাস ধরে নতুন কোনো নাটকে অভিনয় করছেন না সুমাইয়া শিমু।  একক নাটক না করলেও ধারাবাহিক নাটকে অবশ্য সুমাইয়া শিমু অভিনয় করছেন।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।