দিল্লিতে করমুক্ত আমিরের দঙ্গল


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

বলিউড সুপারস্টার আমির খানকে ‘মিষ্টার পারফেক্ট’ হিসেবেই জানেন সবাই। আর তাই তিনিও নিজের খেতাবের যথার্থতা ধরে রাখেন একের পর এক চমক দিয়ে। সর্বশেষ মুক্তি পেয়েছে আমির অভিনীত ছবি ‘দঙ্গল’।

আর সম্প্রতি ছবিটির উপর কর মওকুফ করার ঘোষণা দিয়েছেন দিল্লীর উপ-মূখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া। এক টুইট বার্তায় তিনি জানান ‘দঙ্গলের মতো ছবি অনুপ্রেরণা দেয়। ছবিটিতে একই সাথে মেয়েদের সামর্থ্য এবং খেলোধুলার প্রতি জোর দেয়া হয়েছে, যা কিনা সমাজ গঠনে অনেক গুরুত্বপূর্ণ। তাই ছবিটি করমুক্ত করা হলো।’

এমন ছবি সমাজের জন্যে প্রয়োজন বলেও মনে করেন এই মুখ্যমন্ত্রী।   এরআগে দিল্লীর প্রতিবেশী রাজ্য হরিয়ানা এবং উত্তর প্রদেশেও দঙ্গলের করমুক্ত ঘোষণা দেয়া হয়েছিলো। এবার সে সাথে তাল মেলালো দিল্লিও।

গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। মহাবীর পোগাত সিং এর জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।   

আরএএইচ/এনই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।