তিন বান্ধবীকে নিয়ে ফেরদৌস
কলকাতার ছবিতে নিয়মিতই অভিনয় করেন ঢালিউডের নায়ক ফেরদৌস আহমেদ। সম্প্রতি ছবির জন্য আরও একবার কলকাতায় গিয়েছেন এই অভিনেতা। জন হালদার পরিচালিত নতুন এই চলচ্চিত্রের নামও ‘আরও একবার’। ছবিতে এই প্রথমবার তিন নায়িকার বিপরীতে কাজ করতে দেখা যাবে ফেরদৌসকে। নায়িকারা হলেন ঋতুপর্ণা, রুপা গাঙ্গুলি ও ইন্দ্রানী হালদার।
ছবিতে দেখা যাবে- ঋতুপর্ণা, রুপা গাঙ্গুলি ও ইন্দ্রানী হালদার তিন বান্ধবী। জীবনসংগ্রামের একপর্যায়ে এসে তারা হতাশায় নিমজ্জিত হয়ে যায়। ঘটনাচক্রে ফেরদৌসের সাথে এদের দেখা ও ঘনিষ্ঠতা হয়। তিনি বন্ধু হয়ে চেষ্টা করতে থাকেন তিন বান্ধবীর হতাশা দূর করার।
এর আগে ঋতুপর্ণার সাথে বেশ তয়েতটি এবং ইন্দ্রানী হালদারের সঙ্গে ‘সাঁঝ বাতির রূপকথা’ নামের একটি ছবিতে কাজ করেছেন ফেরদৌস। তবে রুপা গাঙ্গুলীর সঙ্গে এই প্রথম কাজ করার অভিজ্ঞতা হলো তার।
ছবির শুটিংয়ে অংশ নিতে ১০ মার্চ কলকাতায় গিয়েছিলেন ফেরদৌস। এই লটে উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করেছেন তিনি। মে মাসে ছবিটির আউটডোর শুটিং করবেন বলেও জানান ফেরদৌস। এই ফাঁকে তিনি ঢাকা ঘুরে যাবেন।
এলএ/পিআর