দর্শক টানছে মুখোশ মানুষ


প্রকাশিত: ১০:৩০ এএম, ০২ জানুয়ারি ২০১৭

কোরবানির ঈদে ‘বসগিরি’ এবং সর্বশেষ ‘আয়নাবাজি’ ছবি মুক্তির পর দেশের বেশ কয়েকটি সিনেমা হলের সামনে দর্শকদের এমন লম্বা লাইন দেখা গিয়েছিল। কয়েকমাস পরই আবার এই চিত্র ধরা পড়লো রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, টঙ্গীর চম্পাকলিসহ বেশ কিছু হলের সামনে।

গেল ৩০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত ‌‘মুখোশ মানুষ’ ছবিটি। এতে অভিনয় করেছেন হিল্লোল, নওশিন, কল্যাণ, মিমো ও আরো অনেকে। ছবিটি বছরের শেষদিকের মন্দার বাজারে আশা জাগিয়েছে। দর্শক হলে আসছেন ‘মুখোশ মানুষ’র টানে।

সিনেপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার (১ জানুয়ারি) বিকেল ৩টার শোতে ‘মুখোশ মানুষ’ দেখতে এসে অনেকেই টিকেট না পেয়ে আফসোস করেছেন। সন্ধ্যার শো-ও ছিল হাউজ ফুল। একইচিত্র পাওয়া গেছে যমুন ফিউচার পার্কে।

দেশের বিলাসবহুল এই দু’টি সিনেমা হলের ম্যানেজাররা জানান, ‘মুখোশ মানুষ’ ছবিতে দর্শকদের উপস্থিতি ভালো। আশা করছি পুরো সপ্তাহ চললে আমাদের প্রত্যাশা পূরণ হবে।’  

চলতি সপ্তাহে ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এই ছবিটি ২৩টি হলে মুক্তি পায়। একইসঙ্গে ভারতীয় ছবি জিতের ‘অভিমান’ মুক্তি পায়। তবে ভারতীয় এই ছবিটি মুক্তিতে ‘মুখোশ মানুষ’র কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নির্মাতা জুয়েল। বরং হল মালিকরা অনেকেই আগ্রহ দেখাচ্ছেন দ্বিতীয় সপ্তাহে ছবিটি চালানোর জন্য।’

তিনি আরো বলেন, ‘আগামী সপ্তাহে আরো বেশি হলে মুক্তি দেয়ার ব্যবস্থা চলছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনও যারা ছবিটি দেখেননি তারা নিকট সিনেমা হলে গিয়ে দেখে আসুন।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।