অর্থ পাচার করতে গিয়ে সুপারমডেল গ্রেফতার (ভিডিও)


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৪ মার্চ ২০১৫

অর্থ পাচারের অভিযোগে ইসলামাবাদ এয়ারপোর্ট থেকে পাকিস্তানি সুপারমডেল ও অভিনেত্রী আয়ান আলীকে গ্রেফতার করা হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর- এসময় তার কাছ থেকে ৫ লাখ মার্কিন ডলার উদ্ধার করে কাস্টম কর্মকর্তারা। তারা জানায়, এই অবৈধ অর্থ দুবাইয়ে পাচার করার দায়িত্ব নিয়েছিলেন আয়ান।

গ্রেফতারের পর এই সুপারমডেলকে আদিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অর্থ পাচার মামলা মামলা দায়ের করা হয়েছে এবং শীঘ্রই তাকে আদালতে উপস্থাপন করা হবে।

গ্রেফতারের সময় করা এক ভিডিওতে দেখা যায়, আয়ানের সঙ্গে আরো একজন নারী ছিলেন। তবে তার পরিচয় এবং এই অর্থ পাচারে তার সংশ্লিষ্টতা আছে কি না তা জানা যায়নি। পুলিশ যখন আয়ানকে থানায় নিয়ে যাচ্ছিলো তখন মুখের উপর হাত দিয়ে সাংবাদিকদের কাছে নিজেকে আড়াল করার চেষ্টা করেন তিনি।

মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি আয়ান একজন জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্বও। পাকিস্তানে তার অসংখ্য ভক্ত রয়েছে।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।