গানের শূটিংয়ে কক্সবাজারে নিরব-তানহা


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৪ মার্চ ২০১৫

ভিন্ন দুই ধর্মের ছেলে-মেয়ের প্রেম নিয়ে নির্মিত হচ্ছে রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি। এর বেশিরভাগ দৃশ্যের কাজ শেষ হয়েছে। ডাবিংও প্রায় শেষ। বাকি ছিলো কয়েকটি গান। সেই গানের শূটিংয়ে অংশ নিতে কক্সবাজারে এখন অভিনেতা নিরব ও নবাগতা তানহা।

নিরবের সাথে কথা বলে জানা গেছে, ছবিটিতে প্রথমবারের মতো তানহার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে ‘ভোলা তো যায় না তারে’ ছবির কয়েকটি গানের চিত্রধারণের কাজ। এই মুহূর্তে ‘মন পাখা মেলে’ শিরোনামের একটি গানের দৃশ্যে অভিনয় করছেন তারা। এটির নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।

গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও সিঁথি সাহা। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এটি লিখেছেন জনি হক।



নিরব মুঠোফোনে জাগোনিউজকে আরো বললেন, ‘ছবির গল্পটি অন্য সব ছবি থেকে আলাদা। এখানে হিন্দু ও মুসলিম দুই পরিবারের গল্প নিয়ে কাহিনী এগিয়ে যাবে। এতে রুদ্র মুসলিম ঘরের ছেলে আর নীলাঞ্জনী হিন্দু ধর্মাবলম্বী। ছবিতে আমি রুদ্র চরিত্রে অভিনয় করেছি। নীলাঞ্জনার ভূমিকায় দেখা যাবে তানহাকে।’

ধলেশ্বরী ফিল্মসের প্রযোজনায় ‘ভোলা তো যায় না তারে’ ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। শুটিং শেষে শিগগিরই ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।