আমেরিকাকে বিশ্বাস করা যায় না : ইরান


প্রকাশিত: ০৭:১২ এএম, ১৪ মার্চ ২০১৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী নেতা আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকাকে কখনোই বিশ্বাস করা যায় না। তিনি বলেন, পরমাণু আলোচনা শেষ হওয়ার পরও নানা অজুহাতে ইসলামি বিপ্লবের বিরোধিতা করে যাবে আমেরিকা। কারণ তারা ইসলামি সরকার ব্যবস্থার মূলনীতিরই বিরোধী।

শুক্রবার দেশটির রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন, এখন পর্যন্ত আলোচনায় তেহরান বিজয়ী হয়েছে। কারণ আমেরিকার ধূর্তামি বিশ্ববাসীর সামনে পরিষ্কার করে দিতে পেরেছে ইরান।

সন্ত্রাসবাদ দমনে বাগদাদের প্রতি তেহরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাককে পরামর্শ দিয়ে ইরান সহযোগিতা করছে বলে তিনি জানান।

আয়াতুল্লাহ খাতামি বলেন, আমরা আশাকরি ইরাকের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা আইএসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা আগামী রোববার থেকে আবারও শুরু হওয়ার কথা রয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।