ইরাকি কুর্দিদের অস্ত্র দিচ্ছে ফ্রান্স


প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৩ আগস্ট ২০১৪

সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকি কুর্দিদের অস্ত্র দিচ্ছে ফ্রান্স। কুর্দিদেরকে অস্ত্র হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

কুর্দিদেরকে অস্ত্র সরবরাহের বিষয়ে ফ্রান্স ইরাকি কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে বলে ফরাসি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি সেনারা ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। লড়াইয়ে ইতোমধ্যে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।  বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।