পরিচালক সমিতি নির্বাচনের ভোট গণনা চলছে


প্রকাশিত: ১২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে।এখন চলছে ভোট গণনা। শুক্রবার সকাল ৯টা থেকে উৎসবমূখর আমেজে ভোট গ্রহণ শুরু হয়।বিকেল ৫ টায় ভোট গ্রহণ শেষ হয়েছে।  

নির্মাতা-শিল্পী-কলাকুশলীদের পদচারণায় গোটা এফডিসি চত্বর মিলনমেলায় পরিণত হয়। এফডিসির মহাপরিচালক হারুন উর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ভোট গ্রহণ করে।কমিশনের বাকি দু’জন সদস্য হলেন শফিকুর রহমান ও বিএইচ নিশান।

নির্বাচনে মোট ৩৬৮ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৩৬ জন। ৩টি প্যানেল থেকে ১৭ জন করে মোট ৫১ জন প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বি বার্ষিক নির্বাচনে অংশ নিয়েছেন।

আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।  

এনই/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।