কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৩ মার্চ ২০১৫

প্রাণপণ লড়াই করেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের বিরুদ্ধে এ জয়ের ফলে গ্রুপ পর্বের ৬ ম্যাচের সবকয়টিতেই জয় পেল নিউজিল্যান্ড। তবে এ ম্যাচের আগেই দু`দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

এদিকে, আজকের ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হওয়ায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে নিজেদের শক্তির কথা জানান দেয় টাইগাররা।

তবে কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী এখনো নিশ্চিত হয়নি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।