আত্মহত্যার চেষ্টা নিয়ে সিনে মিউজিকে কথা বলবেন হ্যাপি


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১২ মার্চ ২০১৫

ক্রিকেটার রুবেলের সাথে সম্পর্কে জড়িয়ে আলোচিত এবং বিতর্কিত দুই-ই হয়েছেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।

সর্বশেষ গত বুধবার রাতে ৩০টি ঘুমের বড়ি খেয়ে আত্মহননের চেষ্টা করে নতুন আলোচনার জন্ম দেন হ্যাপি। অথচ বিশ্বকাপের শেষ খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে রুবেলের পারফর্মেন্সে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। তবে হঠাৎ কেন আত্মহননের চেষ্টা?

এই প্রশ্নের জবাব জানতে চোখ রাখুন আজ (বৃহস্পতিবার) রাত ১.২০ মিনিটে এটিএন বাংলার পর্দায়। ফৌজিয়া এরিনা উপস্থাপিত ধারাবািহক অনুষ্ঠান ‘প্রাণ চানাচুর -সিনে মিউজিক’-এ আজকে অতিথি হিসেবে হাজির থাকবেন হ্যাপি। তিনি বলবেন রুবেলের সাথে সম্পর্কে জড়ানো থেকে শুরু করে তার ভালবাসা এবং সর্বশেষ আত্মহত্যা চেষ্টার সব কথা।

প্রসঙ্গত, চলচ্চিত্র ও মিউজিক বিষয়ক অনুষ্ঠান সিনে মিউজিক। এর প্রতি পর্বে বিভিন্ন তারকাদের আমন্ত্রণ জানানো হয়।

এই অনুষ্ঠান প্রসঙ্গে উপস্থাপিকা এরিনা বলেন, ‘আমাদের এবারের অতিথি হ্যাপি। পাশাপাশি মধ্যরাতের দর্শকদের বিনোদন দিতে গরম গরম কৌতুক নিয়ে উপস্থিত থাকবেন মীরাক্কেল তারকা আবু হেনা রনি। আর এই পর্বে হ্যাপির সাথে একান্ত আলাপে আমরা তার ক্যারিয়ার, প্রেম ও প্রেমঘটিত হতাশারা সব বিষয়ে আলোকপাত করবো। একটা কথা বলতেই হয়, আমি খুব ব্যথিত হয়েছিলাম শুনে যে, হ্যাপি আত্মহত্যার চেষ্টা করেছে। ওর বয়স খুব কম। সম্ভাবনাময় একটা ক্যারিয়ার তার সামনে পড়ে আছে। এসব বিষয় নিয়ে অকালে হ্যাপি হারিয়ে যাবে এটা ভাবাই যায় না।’

এরিনা আরো বলেন, ‘অনুষ্ঠানটি অনেক আগেই ক্যামেরায় ধারণ করা হয়েছিলো। তবে দর্শকদের আগ্রহের কথা বিবেচানা করে হ্যাপির আত্মহত্যার বিষয়টি নতুন করে সংযোজন করা হয়েছে। আশা করছি দর্শকরা পর্বটি উপভোগ করবেন।’

উল্লেখ্য, জনপ্রিয় বেসরকারী চ্যানেল এটিএন বাংলায় প্রতি বৃহস্পতিবার রাত ১.২০ মিনিটে ফৌজিয়া এরিনার উপস্থাপনায় ‘প্রাণ চানাচুর-সিনে মিউজিক’ অনুষ্ঠানটি প্রচারিত হয়।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।