হুমায়ূন আহমেদের নাটকে বছর বিদায়


প্রকাশিত: ০৬:১৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মঞ্চ নাটক ‘নদ্দিউ নতিম’। নাটকের ১৬তম প্রদর্শনী হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে ম্যাড থেটার প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকটি। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ এই নাটক। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। বছর শেষের শেষ শুক্রবার নাটকটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন হুমায়ূন ভক্তরা।
 
নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত। এ বছর জুলাই মাসে ম্যাড থেটার হুমায়ূন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী ও নভেম্বর মাসে ৬৮তম জন্মদিন পালন করে স্মৃতিচারণ ও ‘নদ্দিউ নতিম’ নাটকের ২টি বিশেষ প্রদর্শনী উৎসর্গের মাধ্য দিয়ে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।