পিকনিকে ববির ব্যস্ততা (ভিডিও)


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১২ মার্চ ২০১৫

ব্যস্ত সময় কাটাচ্ছেন ববি। একটা ছবি শেষ না হতেই নতুন আর একটা ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। দিন কয়েক আগেই ঢালিউডের হট নায়িকা ববির নাম ভূমিকায় অভিনীত অ্যাকশন জেসমিন ছবিটি আনকাট সেন্সর লাভ করে।

তার অভিনীত সর্বশেষ ছবি স্বপ্ন ছোঁয়া ব্যবসায়িকভাবে সফলতা লাভ করে। এবার সাফল্যের ধারাবাহিকতায় পিকনিক শিরোনামে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ববি।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। হরর গল্প নিয়ে নির্মিত এই ছবিতে ববির বিপরীতে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার নায়ক ওম অথবা বাংলাদেশের শিপন। চলতি বছরের মে অথবা জুন মাসে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।



এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।