অনন্ত জলিল এবার সঙ্গীত শিল্পী (ভিডিও)


প্রকাশিত: ০২:৫৫ এএম, ১২ মার্চ ২০১৫

কতভাবেই সংবাদে আসেন অনন্ত জলিল। মানুষকে সাহায্য করে, খুব ভালো কোন কাজ করে, ঝুঁকি নিয়ে কোন শর্ট দিয়ে আবার অসম্ভবকে সম্ভব করেও তিনি বারবার গণমাধ্যমে এসেছেন। অভিনয়ে আষ্টেপৃষ্ঠে না আসতেই হয়েছেন পরিচালক। এবার অনন্ত গাইবেন গান।

তার নতুন ছবি `দ্যা স্পাই`-তে তিনি গান গাইবেন ।  সুপারস্টার নায়ক অনন্ত জলিল একজন চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন অনেক আগেই।

ছবিতে গান গাওয়া প্রসঙ্গে অনন্ত জলিল জানিয়েছেন, আমি বাংলা ছবির জন্য চেষ্টা করছি। আমাদের চলচ্চিত্র যেন বিশ্বমানের হয় সে লক্ষ্যেই কাজ করছি। আর গান গাওয়ার ব্যাপারটি হলো আমরা কিন্তু প্রত্যেকেই গুনগুনিয়ে গান গাই। গানের প্রতি দুর্বলতা আছে বলেই গাই। তাই এমন একটা অসাধ্য সাধন করতে যাচ্ছি। কণ্ঠ দেয়ার আগে চর্চা করছি।



এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।