চার প্রবীনের দুষ্টুমি


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১১ মার্চ ২০১৫

মৃত্যুর আগে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করতে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন চার বন্ধু সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরী। সেখানে যাওয়ার পথে এই জনপ্রিয় অভিনেতারা মেতে উঠলেন নানা রকম দুষ্টুমিতে।

এটি হলো এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবীর প্রেম’ চলচ্চিত্রের কাহিনী। এক পৃথিবীর প্রেম চলচ্চিত্রের গল্পটিতে বৃদ্ধাশ্রমে প্রবীণদের জীবন-যাপন ও তাদের পারিবারিক অনুভূতি তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি তরুণ প্রজন্মের যে প্রেম তার গল্পও রয়েছে।

গল্পে দেখা যাবে, কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে তারা প্রথমে কমলাপুর স্টেশনে যান এবং সেখানেই নিজেদের মত করে বিভিন্ন দুষ্টুমি করতে থাকেন তারা। এর মধ্যেই দুষ্টুমির ছলেই পরিচয় হয় আফজাল শরীফের সঙ্গে। এরপর ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। এবং কক্সবাজার গিয়ে তারা জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করার সময় বিভিন্ন ঘটনার সম্মুখীন হন।

চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন পরিচালক এস এ হক অলিক নিজেই। ‘এক পৃথিবীর প্রেম’ চলচ্চিত্রে নায়ক ও নায়িকা হিসেবে অভিনয় করেছেন নবাগত আসিফ ও আইরিন। এছাড়া শর্মিলী আহমেদ, বিপাশা কবির, সাদেক বাচ্চু, তুষার খানসহ আরও অনেকে। চলচ্চিত্রটিতে গান থাকছে মোট ছয়টি। গানগুলোতে কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, মিলন মাহমুদ, হৃদয় খান, পড়শী ও রাইশা কণ্ঠ দিয়েছেন।

পরিচালক এস এ হক অলিক জানান, নতুন এ জুটি আসিফ ও আইরিনের এ চলচ্চিত্রটির মাত্র একটি গানের শ্যুটিং বাকি রয়েছে। গানটির শ্যুটিং সম্পন্ন হলেই এর ক্যামেরা ক্লোজ করা হবে। তিনি আরও জানান চলতি মাসের মধ্যেই শ্যুটিং শেষ করা হবে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।