জড়িয়ে ধরায় নায়কের গালে দীপিকার থাপ্পড়


প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ মার্চ ২০১৫

অশালীনভাবে জড়িয়ে ধরার জন্য রেগে গিয়ে নায়কের গালে কসিয়ে এক থাপ্পড় বসিয়ে দিলেন ‘দিয়া অউর বাত্তি হাম’ সিরিয়ালের নায়িকা দীপিকা সিং। নায়কটি ছিলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অংশ রসিদ।

জানা যায়, চিত্রনাট্য অনুয়ায়ী ক্যামেরার সামনে পিছন থেকে নায়ক নায়িকাকে জড়িয়ে ধরবেন এমনটাই কথা ছিলো। কিন্তু শটের মুহূর্তে নায়ক করে বসলেন উলটো কাজ। সামনে থেকেই জড়িয়ে ধরলেন নায়িকাকে। আর তাতেই গালে নিলেন থাপ্পরের দাগ!

তবে সেটে সহ অভিনেতা-অভিনেত্রীরা দাবি করছেন কেবলমাত্র জড়িয়ে ধরার জন্যই এই কাণ্ড নয়। কেননা এর থেকও ঘনিষ্ঠ দৃশ্যে দিপীকা অংশের সঙ্গে অভিনয় করেছেন। সুতরাং অংশের এই ভুলে তাঁর খুব বেশি আপত্তি থাকার কথা নয়। এর পেছনে আছে পুরোনো ইতিহাস। সেটি হলো দীপিকার স্বামী রোহিত রাজ গোয়েল জড়িয়ে ছিলেন এই শোয়ের সঙ্গে। অংশের সঙ্গে ঝামেলার কারণেই তাঁকে এই সিরিয়াল ছাড়তে হয়। আর তারপর থেকেই অংশকে সহ্য করতে পারতেন না দীপিকা। অংশের উপর প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়ে তাই সেদিনের এই ঘটনা দীপিকা ইচ্ছে করেই করেছেন বলে দাবি সকলের।

অবশ্য কেউ কেউ বলছেন শোয়ের মধ্যে দিপীকাকে যমজ ছেলের মা হিসিবে অভিনয় করতে হচ্ছে। এ বিষয়টি নিয়েও তেমন খুশি নন তিনি। সেই সব কিছুরই প্রতিক্রিয়া অংশের উপর পড়েছে বলে ধারণা তাদের।

আবার সেটে প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন, দীপিকা যা করেছেন ঠিক করেছেন। যে কোনও অভিনেত্রীকে ওভাবে জড়িয়ে ধরলে তিনি তাই-ই করতেন। তাদের দাবি, অংশ দীপিকাকে ওইভাবে জড়িয়ে ধরার পর দীপিকা প্রথমে প্রোডাকশন হাউসকে জানিয়েছিল। প্রোডাকশনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়া হলে তারপরেই দীপিকা এরকম স্টেপ নিতে বাধ্য হন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।