সাইফ-কারিনার ছেলের নাম নিয়ে বিতর্কে মেতেছে ভারত


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

বলিউডের সফল জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুরের ঘরে আলো করে এসেছে পুত্র তৈমুর আলী খান। পাতৌদি তবে সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর থেকেই তাকে নিয়ে শুরু হল বিতর্ক। এর কারণ নাম। ভারতে অনেকেই সাইফিনা দম্পতির পুত্রের তৈমুর নামটি মেনে নিতে পারছেন না।

গেল মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় সাইফ-কারিনার সন্তান। ছেলের নাম রাখা হয় তৈমুর আলী খান পাতৌদি। আর ওই নাম প্রকাশ পার পর থেকেই শুরু হয় বিতর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে ‘তৈমুর’ নাম নিয়ে তুমুল সমালোচনা। ইরান থেকে ভারত উপমহাদেশে আসা অত্যাচারী যোদ্ধা তৈমুর লংয়ের নাম অনুসারে কেন রাখা হল সাইফ-কারিনার ছেলের নাম- এটাই আপত্তি সকলের। কেন অত্যাচারী এক যোদ্ধার নামই পুত্রের জন্য নির্ধারণ করলেন সাইফিনা দম্পতি।  

বেশ কয়েকদিন ধরেই এই নাম নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন সাইফের পরিবার। তাদের যুক্তি, নবাব আমলের ধারা বজায় রেখেই কারিনার ছেলের নাম রাখা হয়েছে। পৃথিবীর সব মহান যোদ্ধারাই ভালো মন্দে মেশানো মানুষ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।