দেবের জন্মদিন আজ


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

কলকাতার সুপারস্টার দেব ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক উজ্জল নক্ষত্র। ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে তার জন্ম। আজ এই তারকা অভিনেতার জন্মদিন।

২০০৬ সালে পরিচালক প্রবীর নন্দীর ‘অগ্নিশপথ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতীয় বাংলা চলচ্চিত্রে দেবের আগমন ঘটে। তবে এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। এরপর রবি কিনাগী পরিচালিত দেব ‘আই লাভ ইউ’ ছবিতে অভিনয় করেন। এই ছবিটি সাফল্যের দিকে নিয়ে যায় দেবকে। এরপর দেবকে আর ফিরে তাকাতে হয়নি।

২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন দেব। এ ছবিটি দেবকে খ্যাতির চূঁড়ায় নিয়ে যায়। এ পর্যন্ত ৩০ টির মত ছবিতে অভিনয় করেছেন তিনি।

অভিনয় ছাড়াও দেব আইটেম বয় হিসেবে অভিনয় করেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে আইটেম গানে কাজ করেছেন দেব।

দেব ২০১০ সালে ‘সেদিন দেখা হয়েছিল’, ‘দুই পৃথিবী’, ২০১১ সালে ‘পাগলু’ ২০১২ সালে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ-২’  ২০১৩ সালে ‘রংবাজ’, ‘চাঁদের পাহাড়’, ২০১৪ ‘বুনো হাঁস’, ‘যোদ্ধা’, ‘হিরোগিরি’সহ আরো অনেক হিট ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ তার ‘লাভ এক্সপ্রেস’ ছবিটি মুক্তি পেয়েছে।
 
অভিনয়ের পাশাপাশি দেব নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

কলকাতার মতো দেব এপার বাংলার চলচ্চিত্রপ্রেমীদের কাছেও বেশ জনপ্রিয়। আজ দেবের জন্মদিন । জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।