সারেগামাপা‘য় বিচারককের আসনে জেমস


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ আগস্ট ২০১৪

কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলার `সারেগামাপা-গানে গানে তোমার মনে` সংগীত প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন নগরবাউল`খ্যাত মাহফুজ আনাম জেমস।

জানা গেছে, এ প্রতিযোগিতার দুটি পর্ব ব্যান্ডসঙ্গীত নিয়ে সাজানো হয়েছে। এ দুই পর্বের জন্যই বিচারক হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন জেমস। জেমসের উপস্থিতিতে দুটি পর্বেই আয়োজকরা নানা ধরনের চমক রাখছেন। এছাড়া দুই পর্বে প্রতিযোগীদের প্রত্যেকেরই জেমস ও তার নগরবাউল ব্যান্ডের গান পরিবেশন করার সম্ভাবনা রয়েছে।

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, ওপার বাংলায়ও বাংলাদেশের ব্যান্ডসংগীতের বিপুলসংখ্যক শ্রোতা রয়েছে। সে কারণেই ব্যান্ডসংগীত নিয়ে বিশেষ এই পর্ব দুটি সাজানো হচ্ছে। নিজের ঘরানার বলেই জেমস এতে বিচারক হতে সম্মতি জানিয়েছেন। তাছাড়া আয়োজকরা তাকে সম্মান জানিয়েই নানা চমক রেখে পর্ব দুটি সাজাচ্ছেন।

জি-বাংলায় সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত সাড়ে ১০টায় `সারেগামাপা-গানে গানে তোমার মনে` অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।