রাজধানীতে ইন্টার স্কুল রক ফেস্ট


প্রকাশিত: ১০:০৪ এএম, ১০ মার্চ ২০১৫

রাজধানীর স্কুলগুলোর শিক্ষার্থীদের নিয়ে দেশে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে ‘ইন্টার স্কুল রক ফেস্টিভ্যাল-২০১৫’।

উত্তরার এপিবিএন মাঠে আগামী ১৩ মার্চ দুপুর ২টায় শুরু হবে এ উৎসবের মূল আয়োজন। ক্রিয়েটিভ ডেন-এর আয়োজনে এতে চারটি স্কুলের ব্যান্ড গান পরিবেশন করবে। স্কুলগুলো হচ্ছে সেন্ট যোসেফ, স্কলাস্টিকা, ডিপিএস এসটিএস এবং দ্য আগা খান।

এ উৎসবে অতিথি ব্যান্ড হয়ে গান পরিবেশন করবে ‘শূন্য’ ও ‘য-ফলা’।

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমিথিউস ব্যান্ডের কি-বোর্ডিস্ট গাজী মুন্নাফ পল্লব বলেন, ‘গত বছরের নভেম্বর থেকে ‘ইন্টার স্কুল রক ফেস্টিভ্যাল’-এর আয়োজন শুরু হয়। প্রাথমিক বাছাইয়ে এতে ১০টি স্কুল অংশ নেয়। পরে সেখান থেকে চারটি স্কুলকে চুড়ান্তভাবে বাছাই করা হয়।’

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।