রোমান্টিকতায় ফিরছেন আবীর


প্রকাশিত: ১০:০০ এএম, ১০ মার্চ ২০১৫

এই সময়ে টালিগঞ্জে নির্মাতাদের আস্থার নাম নায়ক আবীর চ্যাটার্জি। সম্প্রতি তাকে বাংলা সাহিত্যের কালজয়ী দুই গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ ও ফেলুদার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। এই সুবাদে গোয়েন্দা হিরো হিসেবে দারুণ খ্যাতি আর প্রশংসা পেয়েছেন আলোচিত এই অভিনেতা।  

তবে গোয়েন্দা থেকে আবারো রোম্যান্টিক নায়কের চরিত্রে ফিরতে চলেছেন আবীর। পরিচালক আবীর সেনগুপ্ত’র ‘যমের রাজা দিল বর’ ছবিতে পায়েলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বোঝেনা সে বোঝেনা ও এবার শবরের পর নতুন করে পায়েলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আবীর।

অভিনেতা আবীর জানান, ‘আমার শেষ কয়েকটা ছবির বিষয়বস্তু গম্ভীর ছিল। এই ছবির চিত্রনাট্য ব্যতিক্রম। হাসি-কান্না আর প্রেমময় দাম্পত্য জীবনের গল্প। আমার খুব ভাল লেগেছে। দর্শকরাও মজা পাবেন।’

এ ছবির ব্যাপারে পরিচালক আবীর সেনগুপ্ত বলেন, ‘যমের রাজা দিল বর রোম্যান্টিক কমেডি। আমার মনে হয় ভালবাসা ও কৌতূক কোনও যুক্তি মানে না। ছবির যাত্রাপথে প্রচুর মজার সঙ্গে মিশে রয়েছে রোম্যান্স। ছবিতে ফেমিনিস্ট লেখিকা রিয়া ব্যানার্জির ভূমিকায় অভিনয় করছেন পায়েল। তার কাছে পুরুষ মানে শুধুই শরীর সর্বস্ব এক প্রজাতি, যাদের মন বলে কিছু নেই। তবে পরিবারের পরিকল্পনায় দেব দাসের (আবীর) সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর কী হয় তার মধ্যেই লুকিয়ে রয়েছে আসল মজা। সেটা দেখতে সবাইকে নিমন্ত্রণ রইল।’

পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে পরিচালক আরো জানান, আজ (১০ মার্চ) থেকে শুরু হবে শুটিং এবং এটি প্রযোজনা করছে প্রমোদ ফিল্মস ও অনুশ্রী মেহতা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।