স্পর্শ কিংবা অনুভূতি


প্রকাশিত: ১২:০৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৬

তন্ময় এবং শায়না বিয়ে করেছিল চার বছর আগে। বিয়ের পর পরই স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যায় শায়না। স্কলারশিপ শেষে শায়না দেশে ফিরে আসছে। দিনটি উদযাপনের জন্য তন্ময় নানা আয়োজন করে। অপেক্ষার পালা শেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শায়নাকে রিসিভ করতে যায় তন্ময়। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক নতুন ঘটনা। এমনই গল্পের নাটক ‘স্পর্শ কিংবা অনুভূতি’।

সৈয়দ ইকবালের রচনা ও জুয়েল মাহমুদের পরিচালনায় নাটকটির সম্প্রতি শুটিং সম্পন্ন হয়। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, বিজলী আহমেদ প্রমুখ।

মৌসুমী হামিদ বলেন, ‘সৈয়দ ইকবালের অন্য গল্প থেকে এই নাটকের গল্পটি একেবারেই আলাদা। গল্পটির চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রতিটা দৃশ্য আমি অনুভব করেছি।’

নাটকটির গল্প, নির্মাণ এবং শিল্পীদের অসাধারণ অভিনয় নিয়ে পরিচালক জুয়েল মাহমুদ আশাবাদ ব্যক্ত করেন। নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুদ আল জাবের। শিগগিরই বেসরকারি একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

এসইউ/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।