চলতি মাসেই উদ্বোধন তারেক-মিশুক স্মরণে ভাস্কর্য


প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৩ আগস্ট ২০১৪

২০১১ সালের  ১৩ আগস্ট মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর।

তাদের স্মৃতি রক্ষার্থে এরং সড়ক নিরাপত্তায় সচেতনতা বাড়াতে গতবছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শামসুন্নাহার হলের মাঝামাঝি সড়কদ্বীপে গড়ে তোলা হচ্ছে তারেক-মিশুক স্মরণে মেমোরিয়াল মনুমেন্ট।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটির ওপর প্রলেপ দিয়ে ভাস্কর্যটি সাজানো হচ্ছে। ল্যান্ডস্কেপ সাজাচ্ছেন স্থপতি সালাহউদ্দিন আহমেদ। কাজটি তত্ত্বাবধান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন।

এ প্রসঙ্গে ঢালী আল মামুন বলেন, ‘পুরো জায়গাজুড়ে কাজটি করা হচ্ছে। এতে গাড়ি ছাড়াও থাকছে ভেতরের চিত্র, পার্টস প্রদর্শন, ল্যান্ডস্কেপ। এ সব ইন্সটলেশন তিনটি ভাগে দেখানো হবে। ল্যান্ডস্কেপের কাজটি করছেন সালাউদ্দিন আহমেদ। রাজধানীর বেঙ্গল সেন্টারে ল্যান্ডস্কেপের কাজটি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৩ আগস্ট সবার জন্য উন্মুক্ত করতে চেয়েছিলাম। তবে অর্থ যোগাড়, ঈদের ছুটি ও অন্যান্য অনেক ঝামেলা মিলিয়ে দেরি হয়ে গেছে। আশা করি ২৬-২৮ তারিখের মধ্যে এই আর্ট প্রজেক্টটি উদ্বোধন করা হবে।’

একই প্রসঙ্গে স্থপতি সালাউদ্দিন আহমেদ বলেন, ‘মাটিতে কালো পাথর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ল্যান্ডস্কেপে টেক্সট রাখা হয়েছে- যা তারেক বা মিশুক বলে গেছেন। আরও এমন অনেক বিষয় রয়েছে, যা নিয়ে মানুষ ভাবেন। অবচেতন মনে শিখতে শুরু করেন। সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন হন। এটি শুধুমাত্র তারেক বা মিশুককে স্মরণ নয়। মানুষকে জানান দেয়া, মুক্তিকামী মনোভাব তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘এই সড়কদ্বীপে অনেকে এসেই বসেন। আমরা তাদের বসার জায়গা বা প্রকৃতির সমস্যা করে কাজটি করতে চাইনি। সবাই এখানে এসে যেন মনের ভেতর থেকে চিন্তাগুলোকে প্রসারিত করেন। আবার মুখ ঘুরিয়ে না বসেন। কারণ তারেক-মিশুক কখনও করুণা চাননি। এমনকি ক্যাথরিনও না।’

ক্যাথরিন মাসুদ বলেন, ‘এর মধ্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের উদ্যোগে প্রতিটি রাস্তা নিরাপদ করার জন্য এক ধরনের আহ্বান থাকবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।