মমতা সরকার অসভ্য ও অপদার্থ : বুদ্ধদেব
পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, বর্তমান মমতা সরকার অসভ্য ও অপদার্থ। অসৎ সরকারের এই রাজত্ব থেকে মুক্তি পেতে বামপন্থীদেরই এখন ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। রোববার কলকাতার ব্রিগেড ময়দানে বামফ্রন্টের রাজনৈতিক সমাবেশে তিনি এ কথা বলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জির নাম করে তাদের দিকে অভিযোগের আঙুল তুলে রাজ্যের বিরোধী দল নেতা সুর্যকান্ত মিশ্র বলেন, যাদের বিরুদ্ধে প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বিরোধী দলের নেত্রীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠছে তাদেরকে নিজের দলে আশ্রয় দিয়েছেন।
বাংলাদেশ সফর করে কলকাতায় পৌঁছতেই তার একজন সফরসঙ্গী গ্রেফতার হলেন। সূর্যকান্তের ভাষায়, এসব মানুষ নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী চলেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, মানুষকে ভুল বুঝিয়ে এই সরকার ক্ষমতায় এসেছেন। চার বছরে উন্নয়নের নামে লুট হয়েছে।
সিপিএমের সর্বভারতীয় সম্পাদক প্রকাশ করাত, রাজ্য সম্পাদক বিমান বসু, সিপিআইএর মঞ্জু কুমার মজুমদার, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীসহ বামফ্রন্টের শরিক দলের শীর্ষ নেতারাও সভায় বক্তব্য রাখেন।
প্রকাশ কারাত বলেন, বিজেপি সরকার পুঁজিবাদীদের সরকার। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের সরকারকে দুর্নীতির সরকারও বলেন। এছাড়াও গো-হত্যা থেকে মুসলিমদের জোর করে অন্য ধর্মে নিয়ে যাওয়ার ঘটনা নিয়েও নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করেন তিনি।
সিপিএমন নেতা মোহম্মদ সেলিম বলেন, আসলে সারদা কাণ্ড থেকে বাঁচতে মমতা-মুকুল এই `গটআপ` চলছে। মোদির সঙ্গে মমতা ব্যানার্জি হটলাইন করেছেন।
তিনি আরো বলেন, এক বছর আগে এই ময়দানে এসে মোদি বলেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের কাছে দুটো লাড্ডু দেব। আজ এক বছর পর সেই লাড্ডু আসলে মোয়া হয়ে গিয়েছে।
এএইচ/পিআর