নাটকের ব্যস্ততায় শ্যামল মাওলা


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

ছোটপর্দার পরিচিত মুখ শ্যামল মাওলা। নাটক-টেলিছবিতে নানা চরিত্রে তিনি দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত সময় পার করছেন অভিনয়ে। এই ব্যস্ততা একাধিক নাটক নিয়ে।

জাগো নিউজের সঙ্গে আলাপে শ্যামল জানালেন, বর্তমানে তার অভিনীত হাফ ডজন ধারাবাহিক নাটক প্রচারে আছে। এরমধ্যে এনটিভিতে এজাজ মুন্নার ‘আস্থা’, সুমন আনোয়ারের ‘সিনেমাওয়ালা’, এনটিএন বাংলায় সকাল আহমেদের ‘বাবুই পাখির বাসা’, দেশ টিভিতে তৌহিদ খান বিপ্লবের ‘বারান্দায় রৌদ্দুর’ ছাড়াও আরো বেশ কিছু উল্লেখযোগ্য।

এছাড়া চলতি মাসে বিজয় দিবস এবং বড়দিন উপলক্ষে বেশ কিছু খণ্ড নাটকে কাজ করেছেন শ্যামল। চলতি সপ্তাহে বিজয় দিবসে নাটকগুলো প্রচারে যাচ্ছে। আর আসছে বড়দিনে প্রভার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন একটি নাটকে। আরএফএল’র একটি পণ্যের বিজ্ঞাপনেও কাজ করছেন।

শ্যামল বলেন, ‘আমি একজন পেশাদার অভিনেতা। তাই সবসময় অভিনয়টা মন দিয়ে করা চেষ্টা করি। আর একটা ব্যাপার মাথায় রাখি, দর্শকরা যেন আমার থেকে ভালো কাজ উপহার পায়। আগামীতেও এই চিন্তা মাথায় রেখে কাজ করবো।’

নাটক নিয়ে ব্যস্ত থাকলেও শ্যামলের ইচ্ছে আছে চলচ্চিত্রে কাজ করার। তিনি বলেন, ‘চলচ্চিত্রে কাজের আগ্রহ আমার আছে। কিন্তু চলচ্চিত্রে কাজের কোনো প্রস্তাব নেই। অফার আসলে, ব্যাটে-বলে মিললে অবশ্যই কাজ করবো।’    

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।