ঝলমলে চুলের জন্য অ্যালোভেরা


প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৮ মার্চ ২০১৫

চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার নতুন নয়। অ্যালোভেরার রয়েছে অনেকগুলো গুণ।  এর মধ্যে একটি হলো চুলের উজ্জ্বলতা বাড়াতে কন্ডিশনার হিসেবে কাজ করে। এ ছাড়া চুলপড়া রোধ এবং খুশকি প্রতিরোধে অসাধারণ এই অ্যালোভেরা। চলুন জেনে নিই এর ব্যবহার-

. খুশকি দূর করতে মেহেদি পাতার সঙ্গে অ্যালেভেরা মিশিয়ে লাগাতে পারেন চুলে।

. মাথা যদি সব সময় গরম থাকে তাহলে পাতার শাঁস প্রতিদিন একবার তালুতে নিয়ম করে লাগালে মাথা ঠাণ্ডা হয়।

. অ্যালেভেরা রস মাথার তালুতে ঘষে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।

. শ্যাম্পু করার আগে আধা ঘণ্টা অ্যালেভেরার জুস খাওয়া চুলের জন্য ভালো। এতে চুল পড়া অনেকাংশে কমে যায়। খুশকি কমাতেও এটি সহায়ক। অ্যালেভেরায় আছে অ্যালোমিন নামক উপাদান, যেটি চুল লম্বা করতে সাহায্য করে। এ ছাড়া বাড়িতে বসেও বানিয়ে নিতে পারেন অ্যালেভেরার কন্ডিশনার।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।