বিএনপিকে নির্মূল করা অসম্ভব : এমাজউদ্দীন


প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৭ মার্চ ২০১৫

বাংলাদেশে প্রধান দুটি দল হলো আওয়ামী লীগ ও বিএনপি। তাদের বিস্তৃতি ৬৮ হাজার গ্রাম পর্যন্ত। এখন একটি দল আরেকটি দলকে নির্মূল করার চেষ্ঠায় লিপ্ত। তারা একজন আরেকজনকে প্রতিপক্ষ নয়, শত্রু ভাবে।  কিন্তু আগামী ২০৫০ সাল পর্যন্ত এই দুটি দল প্রভাব বিস্তার করে যাবে। তাই তাদের নির্মূল করা যাবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন (এ্যাটকো)-এর সভাপতি  মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ এ কথা বলেন।

তিনি আরো বলেন, চলমান সঙ্কটের মূল হলো গত ৫ই জানুয়ারির নির্বাচন। বিনা ভোটে ১৫৪ জন এমপি নির্বাচিত হয়েছেন। তারা তো জনগণের ভোটে নির্বাচিত হননি। তাই আওয়ামী লীগের যদি একটু সম্মান ও সম্ভ্রম থাকতো তাহলে তারাই গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য এই আন্দোলন করতো। এই আন্দোলন আওয়ামী লীগের করা উচিত ছিল।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এমাজউদ্দীন আহমেদ বলেন, আপনি চিন্তা করে দেখবেন বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যদি একটু হৃদ্যতা থাকতো এবং তারা যদি একসঙ্গে কাজ করতেন তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেতো। অতীত ভুলে আপনারা সামনের দিকে তাকান।

আলোচনা সভায় পিএসসির সাবেক চেয়ারম্যান প্রফেসর জিন্নাতুন নেসা তাহমিদা বেগম, বিএফইউজে (একাংশ)-এর সভাপতি কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ড্যাব-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।