ক্যারিয়ার নিয়ে তৃপ্ত জ্যোতি


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৭ মার্চ ২০১৫

অনেক পেয়েও মানুষ তৃপ্ত হতে চায় না। এটাই মানুষের স্বভাব। তবে ব্যতিক্রমও থাকেন কেউ কেউ, যারা নিজেদের লক্ষ্য ঠিক করে এগিয়ে চলেন আপন মহিমায়। জনপ্রিয় অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি সেই ব্যতিক্রমের দলে। তিনি নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে উচ্ছ্বসিত।

এই উচ্ছ্বাসের কারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র। এবারে ৩৫তম বিসিএস পরীক্ষার ১ নং সেটের ৯২ নং প্রশ্নটি ছিল এমন- জীবনঢুলী কি? এর সঠিক উত্তরটি হলো একটি চলচ্চিত্রের নাম। এই চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন জ্যোতি। নিজের অভিনীত চলচ্চিত্রের উপর প্রশ্ন দেখে উচ্ছ্বসিত তিনি।

ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পোস্টে তিনি লিখেছেন, ‘মোটামুটি ভালোই রেজাল্ট তাই পারিবারিক ও পারিপার্শ্বিকতার চাপে বিসিএস দেয়া মোটামুটি ফরজ ছিল আমার জন্য। কিন্তু আমি ধানাই-পানাই করে ঠিকই ফাঁকিবাজিটা করতে পেরেছিলাম। এই ফরজ কাজ থেকে মুক্তি নিয়েছিলাম মেলা যুদ্ধ করে। কখনওই কোনও চাকরির ইন্টারভিউ দিতে যাইনি অভিনয় করব বলে, অভিনয়কেই পেশা হিসেবে নেব বলে। আজ এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার অভিনীত সিনেমা নিয়ে বিসিএস`র প্রশ্ন হল। ইন্টারেস্টিং! চাকরি করলে কি এই আজব বিষয় ঘটত জীবনে? চাকরি না, বরাবরই থাকি আজবের সন্ধানে...’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।