সেরা স্টাইলিস্ট ব্যাচেলর শাহিদ কাপুর


প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৭ মার্চ ২০১৫

প্রবাসী ভারতীয়দের মতে দেশের সবথেকে সেরা স্টাইলিস্ট ব্যাচেলর হিসেবে বিবেচিত হয়েছেন শাহিদ কাপুর। ইউকের এক সিনেপত্রিকা সম্প্রতি এই সমীক্ষা চালিয়েছিল- বিদেশে যাঁরা থাকেন তাঁদের চোখে দেশের সেরা স্টাইলিশ ব্যাচেলর কে? তাতে প্রবাসী তরুণী থেকে প্রায় সব বয়স্কা রমনীর ভোটই গেছে ‘হায়দার’ অভিনেতার দখলেনাচ কিংবা অভিনয়ে শাহিদ তো অনেকের চোখেই সেরা।

এক সময় কারিনা কাপুরের সঙ্গে সম্পর্ক থাকলেও সে সম্পর্ক টেকেনি। কারিনা ইতিমধ্যে সাইফের বেগম বনে গেছেন। কিন্তু নতুন করে আর কোনও সম্পর্কে জড়াননি শাহিদ। ফলে তরুণীদের কাছে তাঁর মতো হ্যান্ডসাম ব্যাচেলর পছন্দের তালিকায় উপরে থাকবেন তা সহজেই অনুমান করা যায়। পত্রিকাটির সমীক্ষা জানাচ্ছে সে কথাই।

অন্যদিকে দেশের মাটিতে সবথেকে খোঁজ পড়েছে যে সেলেব্রিটির তিনি হচ্ছেন সানি লিওন। সমীক্ষায় দেখা গেছে সাধারণের মধ্যে সবথেকে ফ্যান সংখ্যা বেশি সানিরই। ইন্টারনেটেও যে তাঁরই খোঁজ পড়ে বেশি সে তো আগেই জানা গিয়েছিল। নেট জনপ্রিয়তা সানির এমনই যে, একটি অনলাইন রিয়্যালিটি শোয়ে মেন্টর হিসেবে তাঁকেই রাখা হয়েছিল।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।