মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘নৃ’


প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৭ মার্চ ২০১৫

মা, মাটি ও মানুষের পক্ষে মৌলবাদবিরোধী গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নৃ’র দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ছবিটি এখন প্রেক্ষাগৃহে আসার প্রস্তুত নিচ্ছে।

থিম থিয়েটার উইজার্ড ভ্যালির ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাসেল আহমেদ। তিনি জানালেন, দীর্ঘদিনের গবেষণা, ছাটাই-বাছাই শেষে এই ছবির স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। আর ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি চিত্রগ্রহণ শুরু হয়।  তা শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বর্তমানে ছবিটি সম্পাদনার টেবিলে রয়েছে।

পরিচালক জানালেন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সামির আহমেদ সম্পাদনা করছেন ‘নৃ’। সবকিছু ঠিক থাকলে এপ্রিল-মে মাসের মধ্যেই সম্পাদনা শেষ হবে।

ডিজিটাল ফরম্যাটে ডিএসএলআর প্রযুক্তিতে নির্মিত ‘নৃ’ চিত্রায়নে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান চিত্রগ্রাহক ড্যানিয়েল ড্যানি। শিল্প নির্দেশক ছিলেন থিওফিলাস স্কট মিল্টন। শব্দগ্রহণে আছেন এমআই সাইফ ও নাজমুল হুদা। পোশাক পরিকল্পনায় শাহরিয়ার শাওন।

১৫০ মিনিটের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইয়াসিন, দিলীপ কুমার পাল, রাঁধা বল্লভ শীল, তাসনুভা তামান্না, সিরাজুম মুনীর টিটু, হীরা মুক্তাদির, এসএম তুষার, দুখু সুমন, হ্যাভেন খান, সুকান্ত মুখার্জী বাবু, মিন্টু কর, নজরুল ইসলাম চুন্নু, ওয়াহিদা রহমান আভাসহ প্রায় শতাধিক অভিনেতা-অভিনেত্রী।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।