ইন্দিরা হতে চান মল্লিকা


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৭ মার্চ ২০১৫

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করতে চান বলিউডের সুপারহট নায়িকা মল্লিকা শেরাওয়াত। নিজের নতুন ছবির প্রচারণা করতে গিয়ে এমন ইচ্ছের কথাই জানালেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে মল্লিকা অভিনীত রাজনৈতিক ঘরানার ছবি ‘ডার্টি পলিটিক্স’। এবার তাঁর ইচ্ছে প্রয়াত ইন্দিরা গান্ধির জীবনীতে অভিনয় করা।

এ বিষয়ে মল্লিকা বলেছেন, ‘বায়োপিক খুবই চ্যালেঞ্জিং। আমি এ ব্যাপারে খুব একটা চিন্তাভাবনা করিনি। কিন্তু সুযোগ পেলে আমি ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করতে পারলে খুশি হব।’

তিনি আরো বলেন, ‘আমি বায়োপিক ভাগ মিলখা ভাগ খুব উপভোগ করেছি। আর এই সিনেমা আমাকে প্রভাবিতও করেছে।’

মল্লিকা আমেরিকাতে স্থায়ী হচ্ছেন বলে খবর শোনা গিয়েছিলো। এ প্রসঙ্গে জানতে চাইলে মল্লিকা বলেন, ‘আমি তো এখানেই রয়েছি। মোটেই আমেরিকা চলে যাইনি। আমার আশা, ডার্টি পলিটিক্স আমার সামনে দরজা খুলে দেবে। আমি সামনের দিনগুলোতে ব্যস্ত হয়ে পড়বো।’

সদ্য মুক্তি পাওয়া কে সি বোকাডিয়া পরিচালিত ডার্টি পলিটিক্স ছবিতে মল্লিকা ছাড়াও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, ওম পুরি এবং অনুপম খের।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।