বিজয় দিবসে বিনা টিকেটে চলচ্চিত্র প্রদর্শন


প্রকাশিত: ০৩:২৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

শুক্রবার বিজয়ের ৪৫ বছর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে ঢাকা জেলার হলগুলোতে ১৬ ডিসেম্বর, শুক্রবার সকাল সাড়ে আটটায় শিক্ষার্থীদেরকে বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে।

ঢাকা জেলা তথ্য অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাধীনতা আমার স্বাধীনতা, অপরাজেয় বাংলাদেশ, চিরঞ্জীব বঙ্গবন্ধু, গেরিলা ও আগুনের পরশমনি এই চলচ্চিত্রগুলো শুক্রবার পর্যায়ক্রমে প্রদর্শন করা হবে। ঢাকা জেলা তথ্য অফিস বিষয়টি সমন্বয় ও তদারকি করবে।

এছাড়া শুক্রবার সন্ধ্যায় মতিঝিল কলোনি ও রাতে বাহাদুর শাহ্ পার্কে ঢাকা জেলা তথ্য অফিসের নিজস্ব ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, যা সবার জন্য উন্মুুক্ত থাকবে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।