দীপিকাকে প্রেমের প্রস্তাব দিলেন রণবীর! (ভিডিও)


প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৭ মার্চ ২০১৫

দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের প্রেম একসময় বলিউডপাড়ায় ছিল নিত্যদিনের সংবাদ শিরোনাম। কিন্তু এই সম্পর্ক পূর্ণতা পায়নি। মাঝে তো মুখ দেখাদেখিও বন্ধ ছিল এই দুই তারকার। তবে সময়ের স্রোতে দীর্ঘদিনের বরফ গলে এখন পানি হয়েছে।

সম্প্রতি একটি ছবিতে দু’জন কাজও করছেন। আর এই ছবিরই একটি দৃশ্যে কাহিনির প্রয়োজনেই দীপিকাকে প্রেমের প্রস্তাব দিলেন রণবীর!

ইমতিয়াজ আলী পরিচালিত ‘তামাশা’ ছবিটি দু’জন তারকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে। রোম্যান্টিক-ড্রামা ঘরানার এই ছবিতে এই দুই তারকার চরিত্রে কাজ করছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। ছবিতে একটি দৃশ্যে দীপিকাকে প্রেমের প্রস্তাব দেন রণবীর।

এই প্রসঙ্গে দীপিকা বলেন, ‘হ্যাঁ! রণবীর আবারও আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে! আর আমিও ওকে ফিরিয়ে দেইনি! আসলে খুব মজার দৃশ্য ছিল এটা। আমরা দু’জনেই অভিনয় করার সময় হেসে ফেলছিলাম! রণবীর সেটে খুব দুষ্টুমি করলেও ক্যামেরার সামনে কিন্তু সে বড্ড সিরিয়াস অভিনেতা। তবে সেও বারবার হেসে ফেলছিল।’

তবে সত্যি সত্যিই যদি রণবীর আবার প্রেমের প্রস্তাব দেন তাহলে কি হবে জানতে চাওয়া হলে হাস্যোজ্বল এই অভিনেত্রী বলেন, ‘আমরা ভালো বন্ধু, ভালো সহশিল্পী। আর সামনেই রণবীরের বিয়ে। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন!’



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।