জসিম উৎসব নিয়ে জসিমের ছেলের ক্ষোভ


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

প্রথমবারের মতো গতকাল ১৩ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হলো জসিম উৎসব। মৃত্যুর ১৮ বছর পর প্রথমবারের মতো জনপ্রিয় এই চিত্রনায়ককে নিয়ে কোনো অনুষ্ঠান হলো। তবে অনিয়ম, বিশৃঙ্খলা এবং বেশ কিছু কারণে এই আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নায়ক জসিমের পরিবার। বিশেষ করে জসিমের ছেলে রাহুল অনুষ্ঠানস্থলেই উৎসব নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন।

তিনি বলেন, ‘যারা এই উৎসবের আয়োজন করেছেন তারা কেউই চলচ্চিত্রের লোক নন। আমি যেটা জানি যে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা ক্যামেরা ভাড়া দেয়, এডিটিং ও অভিনয় শেখায়। এমন একটি প্রতিষ্ঠানের বদলে যদি এটি এফডিসির কোনো সংগঠন আয়োজন করত, তাহলে বেশি ভালো লাগত।’

জসিমের ছেলে আরো বলেন, ‘বাবাকে নিয়ে আয়োজন করা হয়েছে তাই ভালো লাগছে। কিন্তু আমি জানি আয়োজনটির ভেতর ভালোবাসা কম। বাণিজ্য বেশি।’

এসময় রাহুল আরো বলেন, ‘আমার বাবাকে নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়,  সেটি আমরা হতে দেব না। আগামী বছর এই অনুষ্ঠান করতে চাইলে আমাদের অনুমতি লাগবে। আর আমরা চাইব সার্বিক একটি অনুষ্ঠান হোক। সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্টরা যুক্ত হলে আরো ভালো লাগবে।’

গতকালের আয়োজন নিয়ে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’র পরিচালক সোহেল রানা বলেন, ‘আমি ভালোবাসা থেকেই নায়ক জসিমকে নিয়ে এই উৎসব করেছি। এখান থেকে কোনো ব্যবসা আমি করি না। গত ৮ অক্টোবর জসিমের মৃত্যুবার্ষিকীতে আমি এফডিসিতে বিশেষ ভোজের আয়োজন করেছি। ব্যবসার উদ্দেশ্য থাকলে তো সেটি আমি করতাম না।’

তিনি আরো বলেন, ‘কেউ তো এমন জনপ্রিয় নায়ককে মনেও করেন না। অথচ তিনি কতকিছু দিয়েছেন, করেছেন এই চলচ্চিত্রের জন্য। জসিমের পরিবার থেকে যা বলা হচ্ছে তা হয়তো ভুল বোঝাবুজির জন্য। তবে এই কথা আমি স্বীকার করি, আয়োজনে অনেক ঘাটতি ছিলো। পরেরবার সেইসব ঘাটতি দূর হবে। আর চলচ্চিত্রের মানুষেরা যদি এই উৎসবগুলোর সঙ্গে সম্পৃক্ত হতেন তবে এটি আরো বেশি প্রাণবন্ত হতো। কিন্তু উৎসবটি করতে গিয়ে কারো কাছ থেকেই তেমন সাহায্য পাইনি।’

প্রসঙ্গত, গতকাল উৎসব শুরু হয় ভারতীয় বাংলা জনপ্রিয় গান ‘বেলা বোস’ পরিবেশনার মধ্য দিয়ে। এই বিষয়টি দৃষ্টিকটু লেগেছে দর্শকদের কাছে। অনেকে বিষয়টির জন্য নিন্দা প্রকাশ করেছেন। এরপর দেখা যায় নতুন মুখ সব নায়ক-নায়িকাদের দিয়ে বিভিন্ন গানের সঙ্গে নৃত্য। সেইসব নাচে শিল্পের চেয়ে অশ্লীলতাই বেশি বিব্রত করেছে দর্শকদের। সাউন্ড সিস্টেমেও যথেষ্ট ত্রুটি লক্ষ করা গেছে।

তবে উৎসবে সবচেয়ে বেশি বিড়ম্বনা তৈরি করেছেন অনুষ্ঠানের সঞ্চালক। তার ভুল উচ্চারণ আর খেই হারানো উপস্থাপনায় বিরক্ত ছিলেন উপস্থিত অতিথি ও দর্শক।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।