৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মিসডকল


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

ঢাকাই ছবির জনপ্রিয় নির্মাতা সাফিউদ্দিন সাফির নতুন ছবি ‘মিসডকল’। এরইমধ্যে ছবিটির সবরকম নির্মাণ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাবে ছবিটি। জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

তিনি বলেন, ‘গেল সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। নানা কারণে পিছিয়ে আসতে হয়েছে। দর্শক ছবিটির জন্য অপেক্ষা করছেন। তাই অনেক ভেবেচিন্তে ৩০ ডিসেম্বর ‘মিসডকল’ ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে মুক্তির পূর্ব প্রস্তুতি চলছে। আশা করছি, জমজমাট একটি গল্পের চলচ্চিত্র দিয়ে বছর শেষ করবেন আমাদের দর্শক।’

‘মিসডকল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এখানে তার সঙ্গে জুটি হয়েছেন দুই নবাগত মুগ্ধতা নিপুণ ও তামান্না শুদ্ধতা। গেল বছরের ১ অক্টোবর জমকালো মহরতের মধ্য দিয়ে বিএফডিসির আশপাশের এলাকায় এ ছবির দৃশ্য ধারণ শুরু হয়।

ছবিটি নিয়ে নায়ক বাপ্পি বলেন, ‘এ ছবিতে কাজ করার জন্য আমার গ্রুমিং করতে হয়েছে বেশ কিছুদিন। এখানে আমাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চরিত্রে দেখা যাবে। পরিচালক সাফিউদ্দিন সাফি বরাবরই সময় উপযোগী ছবি বানান। এই ছবিও একদম সময় উপযোগী। দর্শকদের বলবো, আপনারা আমার কাছে যে ধরনের ছবি আশা করেন এই ছবি সেই প্রত্যাশা পূরণ করবে। সবাই হলে গিয়ে ছবিটি দেখুন।’

ছবিটিতে বাপ্পি, মুগ্ধতা ও তামান্না ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, রেবেকা, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত। পাশাপাশি শওকত আলী ইমনের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।