বিমান দুর্ঘটনায় আহত হ্যারিসন ফোর্ড


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৬ মার্চ ২০১৫

বিমান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ইন্ডিয়ানা জোনসখ্যাত হলিউডের অ্যাকশন হিরো হ্যারিসন ফোর্ড। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই বিমান দুর্ঘটনা ঘটে।

সিঙ্গেল ইঞ্জিনের ছোট আকারের ওই বিমানটি চালানোর সময় পেনমার গলফ কোর্সে তা নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। এতে ৭২ বছর বয়সী ফোর্ড মাথায় গুরুতর আঘাত পেলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকায় ফোর্ড আশঙ্কার বাইরে আছেন বলে জানান চিকিৎসকরা।

যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত জারি রাখা হয়েছে।

ইন্ডিয়ানা জোনস, স্টার ওয়ারস, রাইডার্স অব দ্য লস্ট আর্কসহ অসংখ্য ব্লকব্লাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। আগে থেকেই বিমান চালানোর প্রতি ফোর্ডের ছিলো বিশেষ আগ্রহ।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।