চঞ্চল-অর্ষার বড়বাড়ি ছোটবাড়ি


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ১৪ ডিসেম্বর চ্যানেল আইতে প্রচার হবে মুক্তিযুদ্ধের নাটক ‘বড়বাড়ি ছোটবাড়ি’। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, অর্ষা, নীলা, নরেশ ভুঁইয়া, আফরোজা বানু প্রমুখ। প্রচার হবে ১৪ ডিসেম্বর রাত ৮টায়।

নাটকের গল্পে দেখা যাবে বিরাট একটি বাড়িতে থাকেন দুই ভাই রাইসুল ইসলাম আসাদ আর চঞ্চল চৌধুরী। এলাকার বাসিন্দারা তাদের অনেক মান্য করে। আসাদের স্ত্রী আফরোজা বানু। সবই চলছিল ভালো। চঞ্চলের বিবাহ ঠিকঠাক। পাত্রী তার বান্ধবী অর্ষা।

বিবাহ উপলক্ষে অন্য শহর থেকে বেড়াতে আসেন তাদের ফুপু দিলারা জামান। তখনই সূত্রপাত ঘটে ঝামেলার। ফুপুর পরামর্শে ঢাকা শহরে একটা কনভেনশন সেন্টার অথবা বড় হোটেল বুকিং দিতে গেলো ছোট ভাই। এটা মানতে বড় ভাই নারাজ হওয়ায় বাড়ি ভাগ করে আলাদা হতে চাইলো চঞ্চল চৌধুরী। তার ভাবি আফরোজা বানু চলে যান দেবরের পক্ষে। এভাবেই এগিয়ে চলে নাটক।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।