`সম্রাট: দ্য কিং ইজ হেয়ার` নিয়ে রাজ
মুহম্মদ মোস্তফা কামাল রাজ আসছেন নতুন ছবি নিয়ে। টাইগার মিডিয়ার প্রযোজনায় ছবির নাম ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’। ছবিটি সহ-প্রযোজনায় আছে অর্কি প্রডাকশন ও সিনেমাওয়ালা।
‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’ এর গল্প আর চিত্রনাট্য লিখেছেন রাজ নিজেই।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ছবিটির নাম এরকম কেন?
রাজের উত্তর, “আমার এ ছবিটি অ্যাকশন-রোমান্টিক ধাঁচের। এই গল্পে যিনি সম্রাট তাকে হারাতে পারে না কেউ। কোনো না কোনোভাবে তিনি ঠিকই জিতে যান। সম্রাটের মতোই তার চলাফেরা আর জীবনযাপন। তাই ছবির নাম রেখেছি ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার”।
অপরাধ জগতের নানা দিক উঠে এসেছে রাজের এই ছবির গল্পে। সঙ্গে আছে প্রেম।
চলতি বছরের মে মাস থেকে দৃশ্যধারণ শুরু হবে ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’ ছবির।
এসআরজে