`সম্রাট: দ্য কিং ইজ হেয়ার` নিয়ে রাজ


প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৫ মার্চ ২০১৫

মুহম্মদ মোস্তফা কামাল রাজ আসছেন নতুন ছবি নিয়ে। টাইগার মিডিয়ার প্রযোজনায় ছবির নাম ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’। ছবিটি সহ-প্রযোজনায় আছে অর্কি প্রডাকশন ও সিনেমাওয়ালা।

‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’ এর গল্প আর চিত্রনাট্য লিখেছেন রাজ নিজেই।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ছবিটির নাম এরকম কেন?
রাজের উত্তর, “আমার এ ছবিটি অ্যাকশন-রোমান্টিক ধাঁচের। এই গল্পে যিনি সম্রাট তাকে হারাতে পারে না কেউ। কোনো না কোনোভাবে তিনি ঠিকই জিতে যান। সম্রাটের মতোই তার চলাফেরা আর জীবনযাপন। তাই ছবির নাম রেখেছি ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার”।

অপরাধ জগতের নানা দিক উঠে এসেছে রাজের এই ছবির গল্পে। সঙ্গে আছে প্রেম।

চলতি বছরের মে মাস থেকে দৃশ্যধারণ শুরু হবে ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’ ছবির।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।