চল পালাই ছবির কুলিং পার্টনার আইস এইজ পার্লার


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ ছবিটির টাইটেল স্পন্সর আরএফএল অরনেট সিরিজ। গেল সপ্তাহে ছবিটির পরিচালকের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি স্বাক্ষর হয়।

এবার আরো একটি প্রতিষ্ঠানকে সঙ্গী করে নিলো ‌শ্বশুরবাড়ি জিন্দাবাদ খ্যাত নির্মাতা দেবাশীষের ‘চল পালাই’। আগামী এপ্রিল মাসে মুক্তি দেয়া হবে ছবিটি। সে সময় দেশে ভরা গরমের মৌসুম বিরাজ করবে। চারদিকে উত্তাপ ছড়াবে কাঠফাটা রৌদ। ওই সময় দর্শকদের ঠান্ডা রাখতে ‘চল পালাই’ ছবির কুলিং পার্টনার হয়েছে দেশের জনপ্রিয় আইসক্রিম পার্লার ‘আইস এইজ’।

এ উপলক্ষে ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং আইস এইজ’র কর্ণধার সামরিন আহমেদ এক চুক্তি স্বাক্ষর করেন। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে আইস এইজ’র শো রুমে উপস্থিত থেকে দু’পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন ছবির নায়িকা তমা মির্জা, আইস এইজ’র আরেক সত্ত্বাধিকারী ইশতিয়াক আহমেক প্রমুখ।

চুক্তি শেষে সামরিন আহমেদ বলেন, ‘আইস এইজ ‘চল পালাই’ ছবির বিভিন্ন প্রচার-প্রসারে সহায়তা করবে। একইসঙ্গে ছবিটি মুক্তির আগে পোস্টার, সামাজিক যোগাযোগের মাধ্যমে এর সঙ্গে বেশি পরিমাণে দর্শকদের সম্পৃক্ত করতে চেষ্টা করবে।’

নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আইস এইজকে কুলিং পার্টনার হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। আশা করছি আমাদের পথ চলা দারুণ হবে। দর্শকরা গরমের দিনে আইসক্রিম খেতে খেতে ‘চল পালাই’ ছবি দেখতে আসবেন।’

Debu Da 1

ইশতিয়াক আহমেদ বলেন, ‘দেবাশীষ বিশ্বাসের ছবির একটা অন্যরকম ফ্লেভার থাকে সবসময়। আর আমাদের আইস এইজ’র ফ্লেভারটাও আলাদা। তাই নতুন কিছু করার প্রয়াস নিয়ে আমরা এক হয়েছি। ছবির গানের অ্যালবাম প্রকাশের সঙ্গেও থাকবো আমরা।’

আইস এইজ মূলত থাইল্যান্ড ভিত্তিক একটি আইসক্রিম এর পার্লার। চলতি বছর আগস্টে এটি যাত্রা শুরু করে। আগামীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর শো-রুম খোলা হবে।

চলো পালাই ছবির নির্মাণ কাজ শেষের দিকে। ছবিতে অভিনয় করেছেন শিপন মিত্র, তর্মা মির্জা, শাহরিয়াজ, শিমুল খান প্রমুখ। এর আগে ছবিটির টাইটেল স্পন্সর হয়েছে আরএফএল এর পণ্য অরনেট সিরিজ। ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।