সোয়াইন ফ্লু, সোনমের পর সাল্লু
সোয়াইন ফ্লু আতঙ্ক এবার বলিউডকেও বেশ ভালভাবে পেয়ে বসেছে। সোনম কাপুরের শরীরে এই রোগের ভাইরাস ধরা পড়ার খবর পুরনো হতে না হতেই শোনা গেল সালমান খানও এইচওয়ানএনওয়ান ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। তার রক্ত পরীক্ষা করতে দেয়া হয়েছে।
রাজকোটে চলছিল সুরাজ বারজাটিয়া’র নতুন ছবি ‘প্রেম রাতান ধান পায়ো’ ছবির কাজ। সেখানেই ব্যক্তিগত প্রশিক্ষকের মাধ্যমে সোনমের শরীরি এই ভাইরাস ছড়ায় বলে ধারণা করা হচ্ছে। আর এ ছবিতে সোনমের সহশিল্পী হলেন সাল্লু। সুতরাং ছোঁয়াচে এ রোগের জীবাণু যে তাকেও কাবু করতে পারে, আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
এসআরজে