পুলিশকে বিনোদন দিতে পারাটা গর্বের : শুভ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৪ মার্চ ২০১৫

যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন সেই পুলিশদের বিনোদন দিতে পারাটাকে আনন্দের এবং গর্বের বিষয় বলে মনে করেন হালের জনপ্রিয় চিত্র তারকা আরফিন শুভ।

চলচ্চিত্রে অভিনয়ের ক্যারিয়ারে মধ্য গগন দেখছেন। সম্প্রতি বিয়ে করে সংসারীও হয়েছেন। নতুন বর, তবু অবসর নেই। চলছে লাইট-ক্যামেরার অ্যাকশান। এরইমধ্যে সময় করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে পুলিশদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে।

আগামীকাল ৫ মার্চ সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একঝাঁক তারকাদের সাথে গানের তালে নৃত্য পরিবেশন করবেন আরেফিন শুভ ও মীম। এছাড়া অনুষ্ঠানে পারফর্ম করবেন নিরব-আইরিন ও অহনা, ইমন-মেহজাবিন, ফেরদৌস-শখ, অনন্ত জলিল-বর্ষাসহ আরো অনেকে।

ওয়ান মোর জিরো কমিউনিকেশন ও গানবাংলা টেলিভিশন এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে এ আয়োজনের মহড়া।

অনুষ্ঠান প্রসঙ্গে শুভ জাগোনিউজকে বলেন, ‘এখানে পারফর্ম করা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছি আমি। পুলিশ ভাই-বোনেরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। সবসময় অপরাধ আর অন্যায় দমনে ব্যস্ত থাকতে হয় তাদের। নিজেদের জন্য একটু বিনোদনের সময়টাও ঠিকমতো পান না। সরাসরি নেচে গেয়ে এই দেশপ্রেমিকদের বিনোদন দিতে পারাটা আমার কাছে খুবই আনন্দের বিষয় এবং গর্বেরও।’

শুভ আরো বলেন, অনুষ্ঠানে তিনি বিদ্যা সিনহা মিমের সাথে জুটি বেঁধে ‘পূর্ণ দৈঘ্য প্রেম কাহিনী’ ছবির ‘আমি নি:স্ব হয়ে যাবো’ শিরোনামের গানে পারফর্ম করবেন। এছাড়া আরো বেশ কিছু জনপ্রিয় গানের সাথে নাচবেন তারা।


এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।