গোসলের ছবি নিয়ে মুখ খুললেন রাধিকা
বেশ কয়েকদিন আগে, বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের একটি খোলামেলা গোসলের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটস অ্যাপে। তা নিয়ে সরব হয়েছিলেন নিন্দুকেরা। এবার সেই ছবির ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
রাধিকার দাবি এই ছবি তার নয়। তার মুখের উপর অন্য কারো ছবি বসিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ছবিগুলো।
তিনি বলেন, যার ওপর তাঁর মুখচ্ছবি বসানো হয়েছে, সেই মহিলাকে রাধিকার মত হতে আরও অনেক কিছু করতে হবে। রাধিকা আরও জানিয়েছেন, এই ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে সেলফিটি ব্যক্তিগত ভাবেই তোলা হয়েছে। অর্থাৎ, এই ধরণের ঘৃণ্য কাজ করার জন্য অভিযুক্ত ব্যক্তি ইচ্ছা করেই এভাবে ছবিটি তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
তবে সমালোচকেরা বলছেন ভিন্নকথা। তাদের দাবি শিরোনামে আসার জন্য বলিউডের অন্যান্য নায়িকার মতো নেগেটিভ পাবলিসিটির পথ বেছে নিয়েছেন রাধিতা। ছবিগুলো তারই।
রাধিকা দক্ষিণী সিনেমার চেনা মুখ। এমনকী, অনিরুদ্ধ রায়চৌধুরির পরিচালনায় বাংলা সিনেমা অন্তহীন-এ অভিনয় করেছিলেন রাহুল বোসের বিপরীতে। এর আগে শোর ইন দ্য সিটি, লাল ভারী ছবিতে অভিনয় করেছেন আপ্তে। অনেক চেষ্টা করেও বলিপাড়ায় সেভাবে পা জমাতে পারেননি রাধিকা।
এলএ/পিআর