বিদায় নিচ্ছেন জেমস বন্ড
দুনিয়াজোড়া চলচ্চিত্রপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় জেমস বন্ড সিরিজ। এবার সিরিজটির সমাপ্তি ঘটতে যাচ্ছে। না, এ কোন গুজব নয়। ড্যানিয়েল ক্রেগ অভিনীত সিরিজের ২৪তম ছবি ‘স্পেকটার’ পরিচালক স্যাম মেন্ডেস নিজে এই কথা জানিয়েছেন।
মেন্ডেস সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, শত্রুদের পেছনে আর ছুটবেন না জেমস বন্ড! ‘স্পেকটার’ শেষেই অবসরে যাবেন তিনি। আবেগ নয়, এটাই বাস্তবতা।
৪৯ বছর বয়সী এই ব্রিটিশ নির্মাতা আরো জানান, বন্ডকে কেন রোমাঞ্চকর অভিযান থামাতে হবে তা নতুন ছবিটি দেখলেই বোঝা যাবে।
উল্লেখ্য, বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’ও পরিচালনা করেছিলেন স্যাম মেন্ডেস। ‘স্পেকটার’ ছবিতেও জেমস বন্ড চরিত্রে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ। চলতি বছরের নভেম্বরে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
এলএ/পিআর