বিজয় দিবসে আসছে বাংলার গান


প্রকাশিত: ১০:০৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ‘বাংলার গান’ শিরোনামের একটি গানের অ্যালবাম। অ্যালবামটিতে থাকছে ১০টি গান। সবগুলো গানেই ফুটে উঠবে দেশাত্মক, মা-মাটি ও মানুষের কথা।

অ্যালবামটি প্রকাশ হবে হিউজ স্টুডিওর ব্যানারে। অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মেজবাহ বাপ্পী, নাহিদ হাসান, বাঁধন, মৌমিতা। বাংলার গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী।

তিনি বলেন, ‘মিউজিক ক্যারিয়ারে অনেক গান তৈরি করেছি। কিন্তু সম্পূর্ণ দেশের গান নিয়ে কোনো অ্যালবাম করা হয়নি। ‘বাংলার গান’ অ্যালবাম দিয়ে এবারই প্রথমবার দেশের গানের সুর-সংগীত করলাম। আশা করছি সব শ্রেণির শ্রোতাদের কাছে গানগুলো ভালো লাগবে।’

অ্যালবামের ১০টি গানের মধ্যে ৫টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগির গানগুলো প্রকাশ পাবে, এবং অ্যালবামটি বিজয় দিবসের আগেই বাজারে আসবে বলে জানা গেছে।

এনই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।