গানের পাগলি সালমা


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬
ছবি : মাহবুব আলম

সংসার জীবনের যাতনা-বেদনা কাটিয়ে আবারো ‍গানে ব্যস্ত হয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। সম্প্রতি মাধবদী পুলিশ লাইনসের কনসার্টসহ বেশ কিছু স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি। শিগগিরই গান নিয়ে আরো কিছু অঞ্চলের শ্রোতাদের সামনে হাজির হবেন।

তবে সালমা জানান নিয়মিত হচ্ছেন নতুন গান তৈরিতেও। রয়েছে বেশ কিছু নতুন গানের পরিকল্পনাও। তিনি জাগো নিউজকে বলেন, ‘গানের জন্যই আমাকে সবাই চেনেন ও ভালোবাসেন। এই গান করতে গিয়েই জীবনে এত বড় কষ্ট পেলাম। তবে আর গানের সঙ্গে দূরত্ব কেন! এখন থেকে নিয়মিত গান করবো। যা হওয়ার সে তো হয়েই গেছে। আমি আমার স্বামী শিবলিকে প্রচণ্ড ভালোবাসতাম। কিন্তু সেটা ও বুঝতেই পারেনি। এখন গান আর মেয়ে স্নেহাই আমার সব। নতুন করে পথচলায় সবার সগযোগিতা ও সমর্থন চাই।’

জানান, নতুন করে শুরুর পথে সালমা আসছেন নতুন গান নিয়ে। এরই মধ্যে আসিফ ইকবালের লেখা ও মুনের সুর-সংগীতে ‘আমি গানের পাগলি রে’ শিরোনামে গানের কাজ শুরু হয়েছে।

‘আমি গানের পাগলি রে, আমার নাওয়া খাওয়া নাই/ কথা দিয়া সুর ভজিয়া অন্ন করে খাই’- এমন কথায় সাজানো গানটি নিয়ে সালমা বলেন, ‘গানটি আমার জীবনের গল্প নিয়েই তৈরি হচ্ছে। গানের জন্য পাগল একটা মেয়ের জীবনের নানা ত্যাগ ও গল্প ফুটে উঠবে এখানে। শিগগিরই গানটির রেকর্ডিংয়ে অংশ নেব। আশা করছি আমার নতুন গানটি আগের সব গানের মতোই শ্রোতাপ্রিয়তা পাবে।’

চলতি মাসেই ‘আমি গানের পাগলি রে’ গানটি গানচিলের ব্যানারে ভিডিও আকারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

পাশাপাশি আসছে বিজয় দিবস উপলক্ষেও একটি নতুন গানে কণ্ঠ দিচ্ছেন সালমা। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাদিম। ‘বাংলাদেশ, আমি গর্বিত তোমার জন্য/ বাংলাদেশ, পৃথিবীর বুকে তুমি অনন্য’- কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

সালমা নিশ্চিত করলেন, বিজয় দিবসের আগেই গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।

এদিকে অডিও গানের পাশাপাশি সালমা চলচ্চিত্রেও ব্যস্ত হতে চাইছেন। তার ভাষ্যে, ‘অডিও গানের বাজার আর আগের মতো নেই। চলচ্চিত্রে গান করলে কিছু মানুষ তবু শুনে এবং মনে রাখে। তাছাড়া আমাদের চলচ্চিত্রে এখন বসন্তের হাওয়া বইছে। আমি সুযোগ হলে নিয়মিতই গান করবো।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।