বলিউডের সবচেয়ে মোটা নায়িকা ভূমি


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৩ মার্চ ২০১৫

বলিউডের নায়িকা মানেই ছিপছিপে গড়ন- এমন ধারণা সম্ভবত বদলে যেতে শুরু করেছে।  শুক্রবার মুক্তি পেয়েছে ইয়াশ রাজ ফিল্মসের নতুন সিনেমা ‘দাম লাগাকে হাইশা’। এতে প্রথমবারের মতো সত্যিকার অর্থেই ‘মোটা’ এক নায়িকাকে দেখা গেল হিন্দি সিনেমার পর্দায়! এতে নায়িকা হিসেবে আছেন ভূমি পেডনেকার।

ভূমি পেডনেকারের অভিনয় এরই মধ্যে সমালোচক এবং হিন্দি সিনেপাড়ার বাসিন্দাদের মন জয় করে নিয়েছে। সেই সঙ্গে পর্দায় আর দশটা সাধারণ মানুষের মতোই এক নায়িকাকে পেয়ে দর্শকরাও বেশ খুশি বলেই মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি হিন্দি সিনেমায় হাওয়া বদলের ইঙ্গিত না কি বিচ্ছিন্ন ঘটনা!

ইয়াশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানুর সহকারী ভূমিকে সিনেমাটির জন্য হুট করেই নির্বাচন করা হয়। ৩০ বছর বয়সী ভূমি নিজেও জানতেন না, সিনেমার নায়িকা হিসেবে তার অডিশন নেওয়া হচ্ছে।

সিনেমা মুক্তির আগে তাকে গণমাধ্যমে কথা বলতে বারণ করা হয় ভূমিকে। যার ফলে নতুন এই নায়িকা সম্পর্কে পুরোপুরি অন্ধকারেই ছিল দর্শকরা। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেখা গেল পর্দার ভূমি আর বাস্তবের ভূমির মধ্যে তফাত অনেক, কারণ এরই মধ্যে বেশ বাড়তি মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন তিনি। তার মানে কি ছিপছিপে গড়নের সুন্দরী নায়িকাদের কাতারে যোগ দিতে যাচ্ছেন তিনিও?

ইয়াশ রাজের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি সই করা ভূমিকে পরবর্তী সিনেমাগুলোতে কোন অবতারে উপস্থাপন করা হবে, সেটাই এখন দেখার বিষয়।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।