ধূমকেতু ছবি নিয়ে নায়িকা তানহার ক্ষোভ


প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৯ ডিসেম্বর। ত্রিভূজ প্রেমের এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, পরীমনি এবং তানহা তাসনিয়া।

সম্প্রতি ছবিটির অফিসিয়াল পোস্টার ও ট্রেলার প্রকাশ পেয়েছে। সেই পোস্টার এবং ট্রেলারজুড়ে শাকিব-পরীমনিকে দেখা গেলেও পাওয়া যায়নি চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে। বিষয়টি নিয়ে ভীষণ ক্ষেপেছেন ‘ভোলা তো যায় না তারে’ ছবির এই নায়িকা।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে ‘ধূমকেতু’ ছবির নানা অসঙ্গতির কথা বলেছেন তাহনা। তিনি বলেন, ‘ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৯ ডিসেম্বর। সাধারণত সে কারণে এই মুহূর্তে আমার ‘ধূমকেতু’র প্রচারে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু আমি নেই। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন আমি প্রচারে অংশ নিচ্ছি না!’

সেই ব্যাখ্যাও দিলেন তাহনা। বললেন, ‘ছবিতে যখন আমাকে চুক্তি করানো হয়, তখন বলা হয়েছিল ‘ধূমকেতু’তে শাকিব খানের বিপরীতে থাকবে দুই নায়িকা। দুজনের চরিত্রই হবে প্যারালাল। তাছাড়া প্রযোজনায় থাকছে বড় প্রডাকশন হাউস। এখানে সবার চরিত্র গুরুত্ব নিয়ে পর্দায় উপস্থাপন করা হবে। কিন্তু ছবিতে কাজের সময় টের পাই হাওয়া অন্য স্রোতে বইছে।’

তানহা আরো বলেন, ‘তারপরও ছবিটির কাজ পুরোপুরি শেষ করি একজন নবীন শিল্পী হিসেবে নিজের প্রতি এবং ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা থেকে। এই ছবিতে আমার সঙ্গে অনেক প্রতারণা করা হয়েছে। যে পারিশ্রমিক আমাকে দেয়ার কথা ছিলো তার চল্লিশ ভাগ মাত্র পেয়েছি। পরে পরিচালকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে কথা বললে, তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন এটা নাকি তার হাতে ছিলনা! তবে টাকা পয়সা নয়। একজন নবাগতা হিসেবে আমি ক্যারিয়ারের দিকেই মনযোগী হতে চেয়েছি। আমি কষ্ট পেয়েছি আমার চরিত্রটিকে নিয়ে পরিচালকের প্রতারণায়। দুই নায়িকার প্যারালাল চরিত্র বলেও আমার চরত্রিটিকে কাট ছাট করে গুরুত্বহীন করে তোলা হয়েছে। এখানেও পরিচালক দোষ দিয়েছেন প্রযোজকের উপর।’

তানহার ভাষ্য, ‘শেষ পর্যন্ত পরিচালক আমাকে সান্তনা দিয়েছেন ‌‌‘আয়নাবাজি’ ছবির উদারহরণ টেনে। তিনি বলেছেন, আরিফিন শুভ আয়নাবাজি ছবিতে অতিথি চরিত্রে ছিলেন! অতিথি কিংবা কেন্দ্রীয় চরিত্র নিয়ে তো আমার প্রশ্ন নয়। আমার কথা হলো- আমাকে তো তিনি বলে নিতে পারতেন যে আমি ধূমকেতুর অতিথি! তা তো বলেননি! আমাকে নায়িকা বলেই নেয়া হয়েছে। এবং আমি স্ক্রিপ্ট পড়েই রাজি হয়েছিলাম। কিন্তু ছবি থেকে আমার চরিত্রের সবটুকুই প্রায় কেটে ফেলে দেয়া হয়েছে। এটা কোনো নির্মাতাসুলভ আচরণ হতে পারে? এটা কেমন ধরণের চলচ্চিত্র নির্মাণের কৌশল? এটা তো স্রেফ প্রতারণা। নতুনদের এভাবে ঠকিয়ে যারা অপরাধ করছে তাদের তো শাস্তি হওয়া উচিত।’

Tanha 2

ছবিটিতে নিজের চরিত্র নিয়ে তানহা তাসনিয়া বলেন, ‘ধূমকেতু’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আমাকে বলা হয়েছিল, ছবিতে আমার ৪৪টি সিকোয়েন্স থাকবে। কিন্তু শুটিং করেছি টোটাল ২৫-২৬টা। জেনেছি ছবির মোট ৫৬টা দৃশ্য বাদ গেছে। এরমধ্যে আমি যে দৃশ্যগুলো করেছি সেখান থেকেও কয়েকটি বাদ দেয়া হয়েছে। একটা গান ছিলো আমার লিপে, সেটাও বাদ দেয়া হয়েছে। তাহলে আমি আর ছবিতে থাকলাম কই?’

তানহা বলেন, ‘বলা হয়েছিল ছবিতে দেখা যাবে শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হয়! এটা হলেও গল্পে আমার একটা মূল্য থাকতো। কিন্তু সেটাও করানো হয়নি। সবমিলিয়ে আমি খুবই বিরক্ত এই ছবিটি নিয়ে। একজন নতুনের জন্য এই ধরনের ছবি হুমকিস্বরুপ। শাকিবের বিপরীতে বলেই ‘ধূমকেতু’ ছবিটি আমার ক্যারিয়ারের জন্য একটা প্লাস পয়েন্ট হবে ভেবেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটা আমার জন্য একটা বিষফোঁড়া! ছবিটা মুক্তি না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিনা।’

তানহার ভাষ্য, ‘এই ছবি মুক্তি নিয়ে অনেক সাংবাদিক ভাইয়েরা আমাকে ফোন করছেন। এছাড়া টেলিভিশন চ্যানেল থেকেও টক-শোতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন! এখন আমি ছবিটা নিয়ে গণমাধ্যমে কথা বলার পর আমার দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখে যদি আমার উপস্থিতি খুঁজে না পায়, তখন আমি তাদের কাছে কি জবাব দেব? আরো একটু বলতে চাই- এরই মধ্যে ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে আমাকে রাখা হয়নি। এমনকি দু’বার টিজার-ট্রেলার ছাড়া হয়েছে সেখানেও আমি নেই! আমার কথা হচ্ছে, কোনো কিছুতেই যদি আমি না থাকি তবে কেন আমি এই ছবির প্রচারে যাবো? অথচ পরিচালক চাইছেন আমি যেন ছবিটির প্রচারে থাকি। কিন্তু কেন?’

সবশেষে তানহা বলেন, ‘আমাদের দেশের ফিল্মে এই ধরণের বাজে অভ্যাস যতদিন থাকবে, ততদিন আমাদের দুরাবস্থা যাবে না। আশা করছি আগামীতে এই অবস্থার উত্তরণ হবে। আর আমি একজন শিল্পী হিসেবে ‘ধূমকেতু’ ছবির সার্বিক সাফল্য কামনা করছি। সবাই হলে গিয়ে ছবিটি উপভোগ করবেন।’

এদিকে তানহার এই অভিযোগ আর ক্ষোভের সত্যতা জানতে ছবির নির্মাতা শফিক হাসানের মোবাইলে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চিত্রনায়িকা তানহা তাসনিয়া বর্তমানে আরেফিন শুভ’র বিপরীতে ‘ভালো থেকো’ নামের একটি ছবিতে কাজ করছেন। নির্মাতা জাকির হোসেন। ছবির নির্মাণ কাজ একেবারেই শেষের দিকে।

আর তানহার প্রথম ছবি নিরবের বিপরীতে ‘ভোলা তো যায় না তারে’ চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায়।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।